কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ছিনতাকারীর কবলে পড়েছেন ছাত্রলীগকর্মী ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সালমান চৌধুরী। রোববার (০৩ অক্টোবর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ছাত্রলীগকর্মী সালমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের প্রায় ২০ জন কর্মীকে নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন ও বিশ্ববিদ্যালয়ের পেছন অংশের (স্বপ্নচূড়ার রিসোর্ট রোড) রাস্তায় ছিনতাইকারীদের ধরার চেষ্টা চালান। তবে সেই ছিনতাইকারীকে সালমান ও তার সহযোগীরা খুঁজে পাননি।
এ বিষয়ে সালমান চৌধুরী বলেন, ক্যাম্পাসের পেছন অংশ থেকে ছিনতাইকারীরা আমার মোবাইল ও টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে। তবে ছিনতাইকারীরা ছিনতাই করতে পারেনি। আমার চশমা ভেঙ্গে গেছে।
তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেয়ার বিষয়ে সিনিয়রদের সাথে কথা বলবো।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীরা ছিনতাইয়ের শিকার হয় এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে ঘটনার পর হল থেকে শিক্ষার্থী নিয়ে টহল দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু সে একজন শিক্ষার্থী তার নিজ ক্যাম্পাসে ছিনতাইয়ের কবলে পড়েছিল তাই বন্ধুরা হয়তো ছিনতাইকারীকে ধরতে এগিয়ে গিয়েছিল।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ঘটনার ব্যাপারে আমি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমি যথাযথ ব্যবস্হা গ্রহণ করব।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা অনুষদ থেকে শুরু করে খেলার মাঠ সংলগ্ন পাহাড়ি এলাকাঘুরে শহীদ মিনার পর্যন্ত বিশাল অংশে কোনও প্রকার নিরাপত্তা প্রাচীর নেই। এ কথা অনেকবার প্রশাসনের দৃষ্টিগোচর করা হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে, বেশ কয়েকবার ক্যাম্পাসের ভেতরেই বহিরাগত ছিনতাইকারীদের কবলে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। তাদের অস্ত্রের আঘাতে শিক্ষার্থী আহতের ঘটনাও ঘটেছে।