রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 18:46:58

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় মজনু মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৫ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মজনু মিয়া বগুড়া জেলার গাবতলীর এলাকার জিন্দা মন্ডলের ছেলে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইয়ামিন উদ দৌলা জানান, সকালে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে মজনু মিয়া রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত পেট্রোল পম্পের পাশে পৌঁছালে অজ্ঞাতনাম একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনু মিয়ার মৃত্যু হয়।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর