শ্রীপুরে বোতাম কারখানায় আগুন, নিহত বেড়ে ৩
গাজীপুরের শ্রীপুরে এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড নামে একটি বোতাম তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে মরদেহগুলো আগুনে পুড়ে যাওয়ায় কারো পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার দুপুরে শ্রীপুর উপজেলার ভাংণাহাটি এলাকায় বোতাম কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এসময় আগুনে কারখানার ভেতর রাখা কেমিকেলের ড্রামগুলো বিস্ফোরিত হতে থাকে। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে গাজীপুর মর্ডান, জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে সার্চ করে এ পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করেছে।
এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন ভাংনাহাটি ৪ নং ওয়ার্ড এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস নামে একটি বোতাম তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।