তারেক জিয়ার সন্ত্রাসের কাছে বিএনপি নেতারা জিম্মি: হানিফ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 15:39:54

বিএনপি নেতা তারেক রহমানের সন্ত্রাসের কাছে তার দলের নেতারা জিম্মি হয়ে আছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়, তারা সেই অনুযায়ী কাজ করেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেমিনার কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

হানিফ বলেন, বিএনপির অনেক শিক্ষিত মানুষ আছেন, যাদের মধ্যে পৈশাচিক মানসিকতা নেই। কিন্তু তাদের নেতা পৈশাচিক মানুষিকতা লালন করে মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চান। উনারা না চাইলেও জিম্মি হয়ে গেছেন। তারেক জিয়ার সন্ত্রাসের কাছে তারা জিম্মি। তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে তারা সেভাবে কথা বলেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, মির্জা ফখরুল, আপনারা অশিক্ষিত ব্যক্তির নির্দেশনা অনুযায়ী কথা বলেন তা জাতি প্রত্যাশা করে না।

আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে হোক আওয়ামী লীগ সেটিই চায় জানিয়ে হানিফ বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদের প্রতি রায় দেবে। এই রায় মানার মানসিকতা পোষণ করে নির্বাচন করুন।

তিনি বলেন, আগামীতে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী যে পদ্ধতি আছে সে অনুযায়ী। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার আর সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায়ে সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। কেউ যদি চিন্তা করে মানুষ মেরে, হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দাবি আদায় করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে।

এ সময় শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশ যেমন এগিয়ে যাচ্ছে শিক্ষাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার সরকার কিন্তু ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। ৩২৫টি হাইস্কুল এবং ৩৩১টি কলেজকে জাতীয়করণ করেছে। সাড়ে ৪ হাজার শিক্ষককে এমপিভুক্ত করণের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্য বঙ্গবন্ধু কন্যার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা এবং শিক্ষকদের প্রতি যে নৈতিক দায়িত্ব সেটি কিন্তু পালন করেছেন।

তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। তবে বর্তমানে শিক্ষক ও শিক্ষার মান মফস্বল এলাকায় আমাদের অনেক নিচে নেমে গেছে। এর কারণ আগে যারা সরকারে ছিলো এবং তারা যে নিয়োগ দিয়েছিল সেটির মধ্যে গলদ ছিল।

এ সম্পর্কিত আরও খবর