রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েতগামী এক যাত্রীর কাছ থেকে এক হাজার ৮৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
শনিবার (৯ অক্টোবর) সকালে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই যাত্রীর নাম সোহেল রানা। তার সকাল ৬টা ১০ মিনিটে জাজিরা এয়ারলাইন্সের ( জে ৯-৫৩২) ফ্লাইটে কুয়েত হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। প্লেনে ওঠার আগ মুহূর্তে বোর্ডিং ব্রিজ-১০-এ তার নিরাপত্তা তল্লাশি চলছিল। তখন তার হাতব্যাগ স্ক্যান করে সারি সারি ট্যাবলেটের অস্তিত্ব পাওয়া যায়। পরে ব্যাগ খুলে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা ট্যাবলেটগুলো টিস্যু পেপারের প্যাকেটে রাখা ছিল।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হয়েছে।