শুক্রবার ভোর ৫টা থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। তবে আবার বিকেল সাড়ে ৪টা থেকে ঢাকায় গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ।
বিকাল ৪টা থেকে ঢাকায় ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে বলা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে মুঠোফোন ইন্টারনেট সেবা চালু হতে পারে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটা বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।