চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরের আট্পুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে ৯টার পরে নিজ বাড়িতে পৌঁছায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের মরদেহ।

বিজ্ঞাপন

বেলা আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাত্রা শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রথম জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাতে কফিনবাহী অ্যাম্বুলেন্স যখন গ্রামে ঢোকে। তাকে এক নজর দেখার জন্য অ্যাম্বুলেন্স-এর পিছে ছুটেন হাজারো গ্রামবাসী। পুরো বাড়ি জুড়ে তৈরি হয় আহাজারি, কান্নার রোল। ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ নামানোর পর তাকে একনজর দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয় ।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১০টায় বাড়ির পাশের একটি মাঠে আয়োজন করা হয় জানাজার। এখানে নয়নের বাবা আক্তারুজ্জামানসহ স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় তুলে ধরা হয় কীভাবে মারা গেল নয়ন। বলা হয় রাষ্ট্রীয় কাজে থাকার সময় ট্রাক চাপায় এই মৃত্যুর ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। উল্লেখ করা হয় এরইমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া কামনা করেন বক্তারা।

পরে নামাজে শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজা এবং দাফন কাজে হাজারো মানুষ অংশ নেন। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে কান্নার রোল পড়ে।

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যখন আগুন লাগে। প্রায় সোয়া ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট।