বরিশাল নগরীর ড্রেন থেকে কার্টুনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ১১ নং ওয়ার্ডের বান্দ রোর্ড সংলগ্ন ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের রাস্তার পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় কার্টুনটি দেখতে পায় বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মালেক। পরে সে কার্টুন খুলে মৃত নবজাতকের মরদেহ দেখতে পায়। ওখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এটি এস আই কালামকে বিষয়টি জানালে তিনি তৎক্ষণিক বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিষয়টি অবহিত করেন।
পরে কোতোয়ালি থানার পুলিশের দুইটি টহল গাড়ি এসে মরদেহটি উদ্ধার করে।
নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, রাস্তার পাশে কার্টুনে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মী পুলিশকে জানালে লাশটি উদ্ধার করা হয়।
কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে কেউ লাশটি ফেলে রেখে যায়।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।