বয়স ১৮ হলেই করোনার টিকা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:03:17

করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য সরকার বয়সের সীমাবদ্ধতা কমিয়ে ১৮ বছর করেছে। টিকা পাওয়ার জন্য নিবন্ধন সাইট সুরক্ষাতে গিয়ে দেখা যায়, দেশের ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীরা এখন টিকা নিতে পারবেন। টিকার জন্য কয়েক ধাপে বয়সসীমা কমিয়েছে সরকার।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, যাদের বয়স ১৮ ও তদূর্ধ্ব মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। তখন বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু ৮ ফেব্রুয়ারি থেকেই নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর তা আরেক ধাপ কমিয়ে ৩৫ বছর করা হয়। ১৯ জুলাই ৩০ বছর । সর্বশেষ ২৯ জুলাই থেকে ২৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পেরেছেন।

এ সম্পর্কিত আরও খবর