চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় দুধ বিক্রেতার মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-24 08:26:16

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্বৃত্তদের হামলায় মতিউর রহমান (৩২) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুধবার দুপুরে গুরুত্বর আহতাবস্থায় তাকে একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত মতিউর উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। তিনি দুধের ব্যবসা করতেন বলে জানা গেছে।

রহনপুর ইউপি চেয়ারম্যান শফি আনসারী জানান, বুধবার দুপুরে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন মতিউর। এসময় দুর্বৃত্তরা তার ঘাড়ে ও মাথায় কোদালের কোপ দিয়ে তাকে মাটিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, রামেকে ময়নাতদন্ত শেষে আগামীকাল বৃহস্পতিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ হতে মামলা প্রস্ততি চলছে। আসামী শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর