সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-08-24 08:04:39

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ শাহারুল ইসলাম (৪০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাহারুল ইসলাম মেহেরপুর জেলার ধর্মচাকী গ্রামের শাহবাজ আলী ছেলে।

ওসি আরও জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোল চত্বরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।

এ ঘটনায় বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

উদ্ধারকৃত মাদকসহ মাদক কারবারিকে আজ সকালে আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর