বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা বিদেশিরা বলে দেবে না

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 11:20:05

বাংলাদেশে নির্বাচন কেমন হওয়া উচিত তা কোনও বিদেশি বলে দেবে না। তবে নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠু হওয়া উচিত যাতে প্রতিযোগিতা হয় এবং সকলে ভোট দিতে পারে।

বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বুধবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক সংবাদদাতাদের আয়োজিত ডিক্যাব টকে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের সংবিধানে আছে, বিদেশি কেউ বলতে পারে না। আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি।

ডিকসন বলেন, যুক্তরাজ্যে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের বিষয়ে কেউ হেটস্পিচ ছড়ালে বৃটেন তা সমর্থন করবে না।

রোহিঙ্গা ইস্যুতে বলেন, আমরা এ বিষয়ে সহযোগিতা করছি। আমরা দেখতে চাই রোহিঙ্গারা ফেরত যাচ্ছে।

আফগানিস্তান, ইয়েমেনের মতো রোহিঙ্গাও একটা মানবিক বিপর্যয় বলে তিনি অবহিত করেন।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি পান্থ রহমান এবং সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর