চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ মোট ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের মেজ ভাই আলিহীম মাসুদ।
এর মধ্যে এজাহারনামীয় এক আসামি গ্রেফতারও করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তদের এখনও গ্রেফতরা করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত করা হয়েছে আরও ২/৩ জনকে। এদের মধ্যে সুমন ওরফে রগকাটা সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি মহসীন বলেন, আমরা পূর্ব শত্রুতার জেরকেই সামনে রেখে তদন্তকাজ চালাচ্ছি। এর মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিষয় আমাদের মাথায় আছে।
আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে নিহতের ভাই ও মামলার বাদী আলিহীম মাসুদ বলেন, মূল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তবে আমরা আইনের প্রতি আস্থাশীল।