রাজশাহীর পুঠিয়ায় একটি বিদেশি পিস্তল ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী রফিক নামের একজনকে আটক করেছে র্যাব-৫। বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর জাগীরপাড়া ‘কলাহাটা’ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিক (৩৬) রাজশাহী মহনগরের পবা থানা এলাকার নওহাটা (বেতকুড়ি) গ্রামের বাসিন্দা সাইদার আলীর ছেলে। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ (সিপিএসসি) মোল্লাপাড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন শিবপুর ‘জাগীরপাড়া’ গ্রামের আঃ কাদের এর বাড়ীর সামনে অবস্থান নেয়। এসময় অস্ত্র ব্যবসায়ী রফিক’কে ১টি বিদেশি পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড (৭.৬৫) গুলিসহ আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে।