রংপুরে মাছের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 21:23:54

রংপুরের মিঠাপুকুরে মাছের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাটকা ইলিশ জব্দসহ জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শঠিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করেনন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে মৎস অধিদফতরের প্রতিনিধি ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

সরকারি নির্দেশনা অমান্য করে কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী জাটকা ইলিশসহ নিষিদ্ধ মাছ সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শঠিবাড়ি মাছের বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহীদুল নামক এক মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এক মন জাটকা ইলিশ জব্দ করে আদালত।

মাহমুদ হাসান মৃধা জানান, নিষিদ্ধ মাছ বিক্রয় বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এক মন জাটকা ইলিশ জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর