পিরোজপুরে টিপু-১২ লঞ্চের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-29 21:44:01

পিরোজপুরে ঢাকাগামী লঞ্চের সাথে ট্রলারের ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত আব্দুর রশিদ (৬৫) এর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাাটা গ্রামে।

রোববার (২৮ নভেম্বর) রাতে দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, রোববার বিকেল তিনটার দিকে ভান্ডারিয়া উপজেলার পোনা ও কঁচা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা থেকে গাছের চারা বোঝাই করে ট্রলারটি পোনা নদী দিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের দিকে যাচ্ছিল।

এ সময় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি লঞ্চ পাল্লা দিয়ে যাচ্ছিল। লঞ্চ দুইটি উপজেলার পোনা ও কঁচা নদীর মোহনায় পৌছার পর এমভি টিপু-১২ নামে লঞ্চটি গাছের চারা বোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা ৪ ব্যক্তির মধ্যে ২ জন আহত হন। তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রশিদ।

এছাড়া গুরুতর আহত কাঠালিয়া উপজেলার গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারকে (৬০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এ সম্পর্কিত আরও খবর