রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ও মগবান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন জমা দেওয়াদের মধ্যে তিনজন প্রার্থীকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটানিং অফিসার সালমা নাজনিন।
সোমবার (২৯ নভেম্বর ২০২১) জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে তিন ইউপি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তিনি ঋণ খেলাপিদের নাম উল্লেখ করেন।
আসন্ন ৪র্থ ধাপের নির্বাচনে মগবান, জীবতলী ও সাপছড়ি রিটানিং অফিসার সালমা নাজনিন প্রার্থীদের বাছাই পর্বে একে একে বৈধ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে ঋণখেলাপি রঞ্জন মনি চাকমা (সাপছড়ি ইউপি), নিরু চাকমা (সাপছড়ি) ও মগবান ইউপি চেয়ারম্যান প্রার্থী সজিব চাকমার প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন।
তবে ইউপি নির্বাচন আচরণ বিধিবিধান সাপেক্ষে তাদেরকে সোমবার বেলা ৩টার মধ্যে বৈধ বা ব্যাংক থেকে নন অবজেকশান সাটিফিকেট জমা দিতে পারলে তাদেরকে বৈধতা গণ্য করে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হতে যেতে পারে। অন্যথায় বাতিল বলিয়া গণ্য করা হবে।
জানা গেছে, সাপছড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে রঞ্জন মনি চাকমা দলের বিপক্ষে অবস্থান নিয়ে নৌকা মার্কা প্রতিকের বিরুদ্ধে নির্বাচনে নেমেছেন। যেহেতু দল থেকে নৌকা প্রতীকের প্রার্থী রয়েছে সে সুবাদে রঞ্জন মনি চাকমাতো কোন ভাবেই প্রার্থী হতে পারেনা। সাপছড়ি থেকে একক ভাবে দলীয় নৌকার প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।