চট্টগ্রামে নির্বাচনী আচরণে বিধিতে কঠোর নিদের্শনা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:15:47

একাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি নিয়ে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

শনিবার (১০ নভেম্বর) বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারদের সম্বনয় সভায় এ নির্দেশ দেন।

সভায় একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার।

এছাড়াও যারা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন তাদের নির্বাচনী দিক নির্দেশনা দেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বার্তা২৪কে বলেন, ‘ঘনিয়ে আসছে নির্বাচন, তাই ছুটির দিনেও কাজ এগিয়ে নিচ্ছি।’

তিনি বলেন, ‘সহকারী রিটানিং অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এছাড়াও যারা নির্বাচনের দায়িত্বে থাকবে তাদের কার কী কাজ, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে।’

সভায় বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট আসন সমূহের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও থানা নির্বাচন অফিসারগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ৬ টি আসনের (চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯,১০,১১) রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর