শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া স্কুল সংলগ্ন ফটিয়ামারী সার্বজনীন কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে। রোববার (২ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, ফটিয়ামারীর সবচেয়ে বড় কবরস্থান এটি। সোমবার সকালে স্থানীয় লোকজন দেখেন বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া ও ১১টি কঙ্কাল উধাও। সোমবার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে তার ধারণা।
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।
ফটিয়ামারী সার্বজনীন কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজুল হক বার্তা২৪.কম’কে জানান, দুর্বৃত্তরা রাতে আমাদের কবরস্থান হতে ১১ টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া কঙ্কালগুলোর মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী। পুরুষদের মধ্যে নজু মিয়া, তসকির আহম্মেদ, মোফাজ্জল হোসেন, স্বাধীন দারোগা, বেসু মিয়া ও সুহেল রানার কঙ্কাল চুরি হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।