২০২১ সালে নির্যাতনের শিকার ৩৭০৩ জন নারী ও কন্যাশিশু

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:12:01

২০২১ সালে সারা দেশের বিভিন্ন এলাকায় ৩ হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ২৩৫ জন নারী। তাদের মধ্যে ১৭৯ জন দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন। ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে, গত বছর ১ হাজার ২৩৫ জন নারীকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে ১৭৯ জন দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৬২৯ জন কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। যার মধ্যে ৬২ জন দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে। ২২ জন কন্যাশিশুসহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জন নারীকে। আর ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে সাতজন।

এছাড়া ৯৩ জন কন্যাশিশুসহ ১৫৫ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১৪ কন্যাশিশুসহ ৩৩ জন নারীর শ্লীলতাহানি করা হয়েছে। ৬২ কন্যাশিশুসহ ৯৫ জন নারী যৌন নিপীড়নের শিকার হয়েছে। ৫ কন্যাশিশুসহ এসিডদগ্ধ হয়েছে ২২ নারী। তাদের মধ্যে মারা গেছে ৪ জন। ১৫৩ কন্যাশিশুসহ অপহরণ হয়েছে ১৮০ জন নারী।

৮ কন্যাশিশুসহ ১১ জন নারীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ৩২ কন্যাশিশুসহ ৪৬ জনকে উত্ত্যক্ত করা হয়েছে। উত্ত্যক্ত করার কারণে আত্মহত্যা করেছে দুজন। এক কন্যাশিশুসহ যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ১৩৮ জনকে। ৪৫ জনকে যৌতুক না পেয়ে হত্যা করা হয়েছে। ৫৮ কন্যাশিশুসহ শারীরিক নির্যাতন করা হয়েছে ২০৮ জনকে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ৩২৭টি। এর মধ্যে প্রতিরোধ করা হয়েছে ৪৩টি।

এ সম্পর্কিত আরও খবর