পুনর্বাসন ব্যতীত উচ্ছেদের পায়তারা বন্ধের দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 10:32:47

রংপুর নগরীর সাতমাথা রেলওয়ে বস্তির ভূমিহীনদের পুনর্বাসন না করে উচ্ছেদের অপতৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বস্তিবাসীরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ, বস্তিবাসী আব্দুল মতিন মিয়া, বেলাল হোসেন, সোহেল মিয়া, শেফালী বেগম, চায়না বেগম ও শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, খাস জমির অধিকার একমাত্র ভূমিহীন মানুষদের। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পরিবারসমূহ রেলওয়ে সংলগ্ন বস্তিতে জীবনের ঝুঁকি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এই বস্তিবাসীদের নিজস্ব কোন ভিটা-মাটি নেই। পুনর্বাসন ব্যতীত উচ্ছেদ করা হলে তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। দীর্ঘদিন থেকে জেলা প্রশাসক তথা সরকারের বিভিন্ন দফতরে দাবি জানানো হলেও পুনর্বাসন করা হয়নি। অথচ শত শত একর খাস জমি ক্ষমতাসীন ও ক্ষমতা বহির্ভূত প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে। এ সময় অবিলম্বে সাতমাথা রেলওয়ে বস্তিবাসীকে পুনর্বাসনের দাবি জানান বক্তারা।

এ সম্পর্কিত আরও খবর