প্রযুক্তিকে কাজে লাগিয়ে চোর ধরলেন পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-23 20:28:41

ফরিদপুর জেলা শহর জুড়ে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করে তিন ইজি বাইক চোরকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ১৩ জানুয়ারি দুপুরে রাজেন্দ্র কলেজের পাশে অটো বাইক (থ্রি হুইলার) রেখে চা পান করার সময় চোর চক্র কৌশলে অটো বাইকটি (থ্রি হুইলার) চুরি করে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা হলে ঘটনা তদন্তে মাঠে নামে ডিবি পুলিশের ওসি মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল। ডিবি পুলিশের দলটি ওই এলাকায় স্থাপন করা সিসি ক্যামেরা দেখে চোর সনাক্ত করে সরোয়ার মৃধা নামের একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে আরও দুই জনকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা। অতপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি যাওয়া অটো বাইকটি উদ্ধার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে অটোবাইক চুরি ও ছিনতাই করে আসছিল।

এ সম্পর্কিত আরও খবর