হাতের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি মো. মোকলেস। দুপুর দুইটার দিকে তিনি ভোট দিতে না পেরে ফিরে যান। ভোট দিতে না পের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মোকলেস বার্তা২৪.কম-কে বলেন, ভোট দেয়া আমার নাগরিক অধিকার। আমি ভোট দিতে আসছি। আমার সঙ্গে ভোটার আইডি কার্ড আছে। কিন্তু ভোট দিতে পারিনি। আমার আঙ্গুলের ছাপ আসে নাই। কী আর করব, ফিরে যাচ্ছি।
শুধু মোকলেস না আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি এমন অনেকেই। পশ্চিম বন্দর সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ২০ জনের মত ভোট দিতে পারেননি বলে জানা গেছে।
স্বতন্ত্র মেয়ার প্রার্থী তৈমুর আলম খন্দকারের এজেন্ট সাইফ রহমান সিহাব বার্তা২৪.কম-কে বলেন, প্রায় ২০ জনের মত ভোটারের আঙুলের ছাপ ম্যাচ হয়নি। যার কারণে তারা ফিরে গেছেন।