করোনায় আক্রান্ত চারঘাটের ইউএনও

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-31 10:26:45

রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
 
রোববার (২৩ জানুয়ারি) নমুনা পরীক্ষার ফল পেয়ে এ বিষয়ে নিশ্চিত হন তিনি। এরপর থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন।  
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, গত শনিবার নমুনা দেন ইউএনও সৈয়দা সামিরা। নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। পরে রবিবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই কর্মকর্তা। 
 
সোমবার সকালে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। শারিরিক ভাবে অনেকটা দূর্বল বোধ করছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং করোনা মোকাবিলায় সবাইকে সরকারি সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানিয়েছেন। 
 
উল্লেখ্য, ইউএনও সৈয়দা সামিরা করোনা পরিস্থিতির শুরু থেকে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন। কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ও সরকারী অন্যান্য সুবিধা প্রদান এবং করোনাকালীন সরকারী আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ইউএনও।

এ সম্পর্কিত আরও খবর