রংপুর নগরীতে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ৩২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক পরিবহন কাজে ব্যবহ্নত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।
এর আগে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর কামালকাছনা বোতলাপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে নাইম ইসলাম ওরফে লিংকন (২৭), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কাসাইপাড়া গ্রামের নুরুল হোসেনের ছেলে নুরন্নবী খান ওরফে পিপল (৩৩), রংপুর নগরীর হারাটি এলাকার মকবুল হোসনের ছেলে শাবলু মিয়া (৪৫) ও হারাগাছ থানার বেনুঘাট এলাকার আনসার আলীর ছেলে শামীম হোসেন (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর কোতোয়ালি থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ পশ্চিম খাসবাগ আলিফ হোসেনের বসতবাড়ির মূল প্রবেশপথের সামনে অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ১২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ লিংকন ও পিপলকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে নগরীর হারাগাছ থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ বেনুঘাট গ্রামে অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ শাবলু ও শামীমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লষ্ট থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বলেন, রংপুর মহানগরী এলাকায় সকল ধরনে অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।