ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ

, জাতীয়

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:52:08

পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুইটি অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। সেখানে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

পুতিনের এমন ঘোষণার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বৈঠক ডেকেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে অনেক দেশ নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য অনুরোধ করেছে। সেখানে ইউক্রেনের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকটি 'উন্মুক্ত বৈঠক’ হবে। ভারতও বিবৃতি দেবে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই।

এদিকে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুইটি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ায় ওই অঞ্চলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন ​​সাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউক্রেনের  দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে মার্কিন নতুন বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থায়ন নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশ জারি করবেন। দোনেৎস্ক ও লুহানস্ক ইউক্রেনের দুইটি বিচ্ছিন্ন অঞ্চল।

 

এ সম্পর্কিত আরও খবর