রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের ‘অলভিয়া’ বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। সেখানে চরম অনিশ্চিয়তার মাঝে প্রতিটা মুহূর্ত পার করছেন জাহাজে থাকা ২৯ নাবিক।
বিষয়টি নিশ্চিত করে বিএসসি কর্মকর্তারা বলেছেন, ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আটকা পড়া নাবিকদের সেখান থেকে উদ্ধার করে আনার জন্য চেষ্টা চলছে।
বিএসসি সূত্র জানায়, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের ‘অলভিয়া’ বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। ২২ ফেব্রুয়ারি জাহাজটি বন্দরে নোঙ্গর করে।
বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযূষ দত্ত বলেন, আটকে পড়া ২৯ নাবিক নিরাপদে আছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জাহাজে কমপক্ষে ৪০ দিনের জন্য পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে, যেগুলো সর্তকতার সঙ্গে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
সমুদ্রপথে পণ্য পরিবহনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসির বহরে বর্তমানে আটটি জাহাজ রয়েছে। এগুলো হলো বাংলার জয়যাত্রা, বাংলার সমৃদ্ধি, বাংলার অর্জন, বাংলার অগ্রযাত্রা, বাংলার অগ্রদূত, বাংলার অগ্রগতি, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ।