বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদ স্থানে নেয়া হয়েছে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 05:45:12

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক ও ইঞ্জিনিয়ারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বন্দর থেকে দুই কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

বাংলার সমৃদ্ধি’ জাহাজটিতে বুধবার রকেট হামলায় নিহত হন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। তার মরদেহও একটি নিরাপদ হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন আরো জানান, বন্দরটির আশপাশের এলাকায় বাংলাদেশি অনেকে রয়েছেন - যাদের সহায়তার এ কাজটি দ্রুত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, হাদিসুর রহমানের মরদেহসহ এই ২৮ জনকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

এ সম্পর্কিত আরও খবর