অর্ধশতাধিক ধুর কচ্ছপ পাচারকালে আটক ২

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:01:30

খুলনায় পাচারের সময় বিপন্ন প্রজাতির অর্ধশতাধিক ধুর কচ্ছপসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে বটিয়াঘাটা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাম প্রসাদ রায় (৫০) ও রঞ্জন বৈরাগী (৪০)। তাদের দু’জনের বাড়ি বটিয়াঘাটা এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, উপকূলবর্তী এলাকায় ধুর প্রজাতির এ কচ্ছপ ইতোমধ্যে বিপন্ন হতে চলেছে। এক শ্রেণির মানুষ এই বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে জড়িত।

র‌্যাব-৬'র এসএসপি মো. বজলুর রশিদ জানান, বন্যপ্রাণী পাচারের সময় ওই দু’জনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপসহ তাদেরকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর