ভূগর্ভস্থ পানির স্তর ১০ ফুট করে নিচে নেমে যাচ্ছে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 10:23:52

আজ ২২ মার্চ। প্রতি বছর এই দিনে ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে পালন করা হয়। বিশ্ব পানি দিবসে এবারের প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব।’

রাজধানীতে পানি ব্যবহারে মিতব্যায়ীতার অভাবে ও মানুষ দ্বারা সৃষ্ট দূষণে অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। প্রায় ১০ ফুট করে নিচে নামছে ঢাকার পানির স্তর। আর এমনটা চলতে থাকলে নগরীতে দ্রুতই সুপেয় পানির ঘটতি দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, তেল দূষণ, শিল্প, কৃষি ও পশুপালন, রোগ-জীবাণু, পয়োনিষ্কাশন, তেজস্ক্রিয় পদার্থ, বন উজাড়, লবণাক্ত পানির অনুপ্রবেশ এসব বিভিন্ন কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, পানির স্তর কমবেশি  সারা দেশেই নিচে নেমে যাচ্ছে। আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে দেখেছি, ঢাকায় প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর ১০ ফুট করে নিচে নেমে যাচ্ছে।

জানা গেছে, ঢাকার চারপাশের নদীগুলোর পানি ব্যবহারের অনুপযোগী। সুপেয় পানির চাহিদার শতকরা ৭৮ শতাংশ গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে উত্তোলন করছে ঢাকা ওয়াসা। ১৯৭০ সালে ৪৯টি গভীর নলকূপ ছিল ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে। এখন ৯০০টি নলকূপ ব্যবহার হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর