ময়মনসিংহে ৬ এমপির মনোনয়ন বহাল, নতুন মুখ ২

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-31 00:58:05

ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৮টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জনই হচ্ছেন বর্তমান সংসদ সদস্য। বাকি দু’জন নৌকার নতুন মাঝি হয়েছেন। জেলার অন্য ৩টি আসন শরীক দল জাতীয় পার্টির জন্য ছাড় দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৬ জন হলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ (গৌরিপুর) নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আনোয়ারুল আবেদিন তুহিন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমি গোলন্দাজ বাবেল।

এ জেলায় নৌকার নতুন দুই মাঝি হলেন- ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে হাফেজ রুহুল আমিন মাদানী ও ময়মনসিংহ-১১ (ভালুকা) কাজিম উদ্দিন ধনু।

গত সংসদ নির্বাচনে এ দুই আসনে প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য রেজা আলী ও বর্তমান সংসদ সদস্য ডা: এম আমান উল্লাহ।

দশম জাতীয় নির্বাচনে রেজা আলীকে আওয়ামী লীগের প্রার্থী করলেও পরে আসন সমঝোতায় জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তবে আসনটিতে (ময়মনসিংহ-৭) গতবারের বিজয়ী এম.এ.হান্নান মানবতাবিরোধী অপরাধে কারাগারে থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে অন্য তিন আসন ময়মনসিংহ-৪ (সদর), ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ও ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ)-এ জাতীয় পার্টির রওশন এরশাদ, সালাহউদ্দিন আহাম্মদ মুক্তি ও ফখরুল ইমাম বর্তমান সংসদ সদস্য।

এ সম্পর্কিত আরও খবর