বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে চলছে।
মঙ্গলবার (১০ মে) ভোরে সরেজমিন জেলার সদর উপজেলার মেঘনা নদীর পাড় মজুচৌধুরীহাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। তবে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক বলে স্থানীয়রা জানায়।
গভীর রাত থেকে জেলার ৫টি উপজেলায় মাঝারি বৃষ্টি ও মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় 'অশনি' মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা যায়।
চার কালকিনির গ্রামের মো. হানিফ পেশায় মাছ শিকারি। তিনি বলেন, এখনও নদীর পানি স্বাভাবিক।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান মোবাইল ফোনে জানান, ঘূর্ণিঝড় 'অশিন' মোকাবিলায় ইতিমধ্যে আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়েছি। নদীর পাড়ের মানুষদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।
এছাড়া কোথাও মাঝারি ধরনের বৃষ্টি কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় লক্ষ্মীপুরের জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছেন না বাজারমুখী মানুষজন। এমনকি স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ অফিসগামীরাও চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এদিকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্য। তারা মেঘনা উপকূলে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে।