গামলায় বসে দশ বছর পার!

কুমিল্লা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:22:52

গামলায় বসে প্রতিবন্ধী রবিউল আউয়ালের দশ বছর পার। জন্মগত ভাবেই সে শারিরিক প্রতিবন্ধী। রবিউল হাঁটতে পারে না। ঠিকমতো কথাও বলতে পারে না। সারাক্ষণ গামলায় বসিয়ে রাখতে হয়। নয়তো কিছুক্ষণ কোলে নিতে হয়।

রবিউল আউয়াল চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ ইয়াকুব আলী সর্দার বাড়ির বাসিন্দা। তার বাবা খোরশেদ আলম দিনমজুর। শারমিন নামের তিন বছরের বোন আছে। মা মমতাজ বেগম। অস্ত্রপাচারের (সিজার) মাধ্যমে এই দুই সন্তানের জন্ম হয়।

গর্ভধারিণী মা মমতাজ বেগম বলেন, ‘রবিউল দিন দিন বড় হচ্ছে। এখন আর বেশিক্ষণ কোলে নিয়ে রাখতে পারি না। তাই দুইটি বল (গামলা) বদল করে তাকে রাখি। অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারি না। যদি একটি হুইল চেয়ার থাকতো, তাহলে রবিউলকে চেয়ারে বসাতে পারতাম।’

স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, ‘এই পরিবারটি সহযোগিতা পাওয়ার উপযোগী।’

এ সম্পর্কিত আরও খবর