স্কুলছাত্র সনি হত্যা মামলার এক আসামি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-09-01 22:54:24

রাজশাহীর স্কুলছাত্র মো. সনি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মো. আনিম ওরফে আনিন ইসলাম (২২) নগরীর মীরের চক সাধুর মোড় এলাকার আকবর আলীর ছেলে। পরিবারটি এখন বালিয়াপুকুর এলাকায় ভাড়া থাকে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ভাড়া বাড়ি থেকেই বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার আট নম্বর আসামি আনিম রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ছাত্র। কলেজ শাখা ছাত্রলীগের সদস্য তিনি। এ ছাড়া তিনি কমিউনিটি পুলিশিংয়ের কলেজ শাখার সহকারী দপ্তর সম্পাদক। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার (০৩ জুলাই) রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে নগরীর হেতেমখাঁ সবজিপাড়া মহল্লা তুলে নিয়ে গিয়ে সনিকে কুপিয়ে হত্যা করা হয়। সনি এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা রফিকুল ইসলাম পাখি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি। নগরীর দড়িখড়বোনা-রেলগেট এলাকার বাসিন্দা তিনি।

ছেলে খুনের ঘটনায় রফিকুল ইসলাম ৯ আসামির নাম উল্লেখ করে মামলা করেন রফিকুল ইসলাম। একজন সনি হত্যা মামলার এক আসামি গ্রেফতার হলেও অন্যরা এখনও ধরা পড়েননি। রফিকুল সবাইকে গ্রেফতারের দাবি জানান। এর আগে সোমবার এলাকাবাসী সনির লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারাও দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ জানতে তারা তদন্ত করছেন। তারা জানতে পেরেছেন যে নিহত সনি ও মামলার আসামিরা একসঙ্গেই চলাফেরা করত। কিন্তু পরে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে আগেও মারামারির ঘটনা ঘটেছে। মীমাংসা হয়েছে। এর জের ধরেই তাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর