অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে বিক্রি

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 00:19:07

ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিনের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

গাছ কাটার বিষয়টি এক সপ্তাহ চাপা থাকার পর, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি উপজেলা শহরে জানাজানি হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বল্প পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি শিশু গাছ ও অফিস কক্ষের সামনে একটি নারিকেল গাছ ছিল।

গত ২৩ নভেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাকিম মিয়ার সহযোগিতায় গাছ দুটি কেটে বিক্রি করে দেনে প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গাজিবুর রহমান বলেন, ‘গাছ কাটার সময় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাকিমসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিল। গাছ কাটার পর রাম গোপালপুরের আব্দুল হাই ব্যাপারীকে গাছের ডাল-পালা নিতে দেখেছি।’

ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাকিম মিয়া বলেন, ‘স্কুলের মৃত শিশু গাছটি বৈদ্যুতিক তার জড়ানো ছিলো। যেকোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় গাছটি কাটা হয়েছে।’

অভিযুক্ত প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন বলেন, ‘কে বা কাহারা বিদ্যালয়ের গাছ কেটে নিয়ে গেছে আমি জানিনা। এ বিষয়ে আমি ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি। তবে আমি গাছ কেটে বিক্রি করেছি এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

গতকাল শুক্রবার দুপুরে ইউএনও ফারহানা করিম বলেন, ‘গাছ কাটার একটি অভিযোগ আছে। তবে ফাইল দেখে বলতে হবে এটা কোন বিদ্যালয়ের’।

এ সম্পর্কিত আরও খবর