অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক, উদ্ধার ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-31 21:42:24

নীলফামারীর অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তমাল ( ১৫) নামের এক অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল সৈয়দপুর বাইপাস সড়কের ফাইজান এ মদিনা মাদ্রাসার সামনে থেকে তাকে উদ্ধার করে।

অপহৃত কিশোর তমাল (১৫) দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে।

আটককৃতরা হলেন- সৈয়দপুর শহরের বাস টার্মিনাল ভিত্তিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সোহেল, নিয়ামতপুর বকসাপাড়ার রবিউল বাস কন্ডাক্টরের ছেলে ফিরোজ, একই এলাকার জুম্মাপাড়ার ট্রাক হেলপার ওহাদ আলীর ছেলে জীবন।

থানা সূত্রে জানা যায়, আটককৃত অপহরণকারীরা বুধবার সকালে সৈয়দপুরের ক্যান্টনমেন্ট এলাকা থেকে তমালকে অপহরণ করে। পরে অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে তার স্বজনরা দুপুরে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়রি করে। পরে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল ৩ জন অপহরণকারীসহ তমালকে উদ্ধার করে। আজ সকালে র‌্যাব তমালকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় এবং অপহরণকারী ৩ জনকে সৈয়দপুর থানায় হস্তান্তর করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা হয়েছে এবং আসামিদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর