খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাতে গুইমারা উপজেলার ডাক্তারটিলা এলাকায় অভিযান চালায় গুইমারা থানা পুলিশ ও সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে রুবেল ত্রিপুরা ও মনজুর আলম নামে দুইজনকে তল্লাশীকালে দেশীয় তৈরী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গুইমারা উপজেলার ডাক্তারটিলা এলাকায় অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী এলজি অস্ত্র, ৭ রাউন্ড কার্তুজ, ২ টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস’র কর্মী।