ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা নারীদের আইনি সহয়তা দিতে ৪ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, ৩ জনকে রাইটস যশোর নামে দুই এনজিও সংস্থা গ্রহণ করেছে।
যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহয়তা দিতে ভারতীয় রেসকিউ ফান্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় । দীর্ঘ তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহয়তা চায় দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থার এই কর্মকর্তা।