বগুড়ায় সংসদ সদস্য প্রার্থী গ্রেফতার

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:01:55

বগুড়া- (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী আব্দুল কাদের জিলানীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। আদম ব্যবসার অভিযোগ দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানায় সোমবার (৩ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আব্দুল কাদের আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। বিএনএফের কেন্দ্রীয় কমিটির সদস্য।

পুলিশ জানায়, বিদেশে লোক পাঠানোর নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৫ সালে নওগাঁয় আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর থেকে কাদের আত্মগোপন করেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া- আসন থেকে বিএনএফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং দাখিল করেন। ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে তার মনোনয়ন বৈধ হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুল ইসলাম জানান, আব্দুল কাদের জিলানীর নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে এতোদিন গ্রেফতার করা সম্ভব হয়নি। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর