স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় প্রায় তিন বছর কাটিয়েছি, এ সময় করোনা মোকাবেলায় কাজ করতে হয়েছে। করোনা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ৩১ কোটি ভ্যাকসিন দেয়া হয়েছে। সোয়া কোটি ভ্যাকসিন গত চারদিনে দিয়েছি। আগামি তিন দিনে দেড় কোটি দিতে পারব। আশা করি কোন ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণ হবে না।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সেবার মান উন্নয়নে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রাইমারি হেলথকেয়ার ভালো করছে স্বাস্থ্যসেবা আরও ভালো করবে। যত্র তত্র প্রাইমারি হেলথ কেয়ারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। প্রাইমারি যে মেডিসিন লাগে সেগুলো নির্ধারণ করে দিচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক গ্রাম্য ডাক্তার আছে, তাদের সার্টিফিকেট নেই। তারা অ্যান্টিবায়োটিকসহ অনেক ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। অনেক ডায়াগনস্টিক হয়েছে, নিয়মের ব্যতয় ঘটিয়ে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। গ্রামে যারা চিকিৎসা দেয় তাদের লেখাপড়া না থাকলে তাদের কোনভাবেই চিকিৎসা দিতে দিবো না।