নওগাঁয় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান(৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নিতপুর ইউপির বালাশহিদ মৌজার দক্ষিনে রনশদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম(৫৭), রহিমের ছেলে ইসমাইল(৩০) ও বারকুল্লার (২৫) সাথে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান ঐ জমি মাপযোগের এক পর্যায়ে রহিম ও তার ছেলের সাথে কথাকাটাকটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। এসময় অন্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার ভাই হামিদুল (৩৫) অপরপক্ষের মারপিটে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জোর চেষ্টা চলছে।