সিরাজগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে ৪টি দোকান ভস্মীভূত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-08-24 11:22:36

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৪টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে দোকানে থাকা একটি মোটরসাইকেল, কম্পিউটার ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে ধানগড়া গোলচত্তর এলাকার একটি মুদি দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে। তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

সোমবার (৭ নভেম্বর) সকালে রায়গঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর