ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক: পররাষ্ট্রমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:01:19

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) আমাদের বলেছে, প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেটাকে সাহায্য করার জন্য তারা তাদের ভিসা নীতি প্রচলন করেছে। আমরা চাইব এ ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক।’

শনিবার (২৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি।

‘ভিসানীতি পরিবর্তনের বিষয়ে কোনো আবেদন করা হবে কী না’ জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। আমরা একটি সুন্দর-স্বচ্ছ; ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা দরকার আমরা সেই ইনস্টিটিউশন ডেভেলপ করেছি। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব। সেখানে অন্য কেউ আমাদের সাহায্য করেন—ভালো, না করলেও উই আর কমিডেট টু। আর আওয়ামী লীগ হচ্ছে এই দেশে গণতন্ত্রের সবচেয়ে বড় পূজারী। আমরা এই দেশে গণতন্ত্রকে রিএস্ট্যাবলিশ করেছি, আমরাই গণতন্ত্রের মাধ্যমে সবসময় নির্বাচিত হয়েছি। এই দেশে যারা গণতন্ত্রের বাইরে গিয়ে নির্বাচিত হয়েছে তাদের এক, দুই মাসের মধ্যে মানুষ ফেলে দিয়েছে। সুতরাং এই দেশে এটা মনে রাখবেন জনগণের রায়ে যদি সরকার না হয় ধ্বংস হয়ে যাবে, যার নমুনা মানুষ দেখেছে।

‘আমরা জনগণের ওপর বিশ্বাস করি, জনগণের জন্য কাজ করি, আমাদের অন্য কোনো স্বার্থ নেই। মানুষের যদি মঙ্গল করে থাকি, তাহলে নিশ্চয়ই তারা আমাদের সাহায্য করবে।’

উল্লেখ্য, বাংলাদেশের জন্য নতুন ভিসা পলিসি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ মে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার জন্য নতুন এই পলিসির ঘোষণা দেয়া হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও খবর