বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির ৪ যাত্রী।
শনিবার (২৭ মে) দুপুরে উল্লাপাড়া উপজেলার চৌকিহদ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার সলকা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার চৌকিহদ ব্রিজ এলাকায় সিএনজির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি থানায় আনা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।