৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে সকাল ১১টার দিকে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হলে হয়ে তারা শিক্ষা ভবনের দিকে যান। সেখানে পুলিশ তাদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলন করে আসছি। কিন্তু বিগত সরকার আমাদের দিকে কোনো নজর দেয়নি। কিন্তু দেশ এখন স্বাধীন হয়েছে। আমাদের এ দাবিটি যৌক্তিক তারপর ও কেনো আমাদের ওপর আজ পুলিশ হামলা করলো। আমরা তার জবাব চাই।

চাকরিতে ৩৫ আন্দোলনের সমন্বয়ক সাদ রহমান বলেন, আমরা আজকে আমাদের পূর্বঘোষিত সময় অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হটাৎ চড়াও হয়। আমাদের শাহবাগ থেকে বের করে দেয়। এরপর আমরা শিক্ষা ভবনের সামনে গেলে আমাদের ওপর পুলিশ হামলা করে। আমাদের অনেক ভাই বোন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি। আমরা কি রক্ত দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম।

আরেক সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, আমরা তো রাস্তা অবরোধ করিনি। পুলিশ হটাৎ করেই আমাদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অনার্স শেষ করতেই ২৬-২৭ বছর লেগে যায়। আমরা চাকরি পাবো কিভাবে। আজ আমরা মার খেয়েছি। দরকার হলে আবার খাবো। তারপরে ও আমাদের দাবি আদায় করেই ছাড়বো।

দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ও হুঁশিয়ারি দেন ৩৫ প্রত্যাশীরা।

প্রসঙ্গত, গত (২৪ অক্টোবর) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।

যেখানে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা- স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।