পটুয়াখালীতে বিভিন্ন গণকবরে শ্রদ্ধা নিবেদন

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:39:45

পটুয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গণকবরে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় ১৯৭১ সালের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে শহরের পুরাতন কারাগারের অভ্যান্তরের গণকবর, জেলা প্রশাসক বাস ভবন সংলগ্ন গণকবর এবং মাদবর বাড়ী গণকবরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা জানানোর সময় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সমাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের ডিসি মঞ্চ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ৬টা ৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮টা ৩০ মিনিটে এডভোকেট আবুল কাসেম স্টেডিয়ামে মনোজ্ঞ কুঁচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ ছাড়াও দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পটুয়াখালী জেলায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর