কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুলাই রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে একটি চিঠিও দিয়েছেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে আরএমপি কমিশনার বরাবর অনুমতি চেয়ে একটি চিঠিও দিয়েছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি।
এদিন নগর জামায়াতের নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আরএমপি কার্যালয়ে যান এবং একটি চিঠি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগর জামায়াতের সহ-দপ্তর সম্পাদক আহসান হাবীব।
তিনি বলেন, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ জুলাই শুক্রবার রাজশাহী মহানগরীতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর আড়াইটার দিকে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পুলিশের সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।
জামায়াত নেতা আবু মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, আমাদের পুলিশ কমিশনারের সাথে দেখা করতে দেওয়া হয় নি। মেইন গেইট থেকেই আমাদের আবেদন রিসিভ করেছেন। আমরা তাদেরকে (পুলিশ) বলেছি, আমরা যেহেতু নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে রাজনীতি করতে চাই, সেই রাজনীতির অংশ হিসেবে ২৮ তারিখের কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। কাজেই এ ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অনুমতি না পাওয়ার প্রশ্নে জামায়াত নেতা বলেন, এখন উনারা কি জানাচ্ছে তার উপরই আমরা কি করবো না করবো সেটা নির্ভর করছে। তবে আন্দোলন স্থগিতের কোন সিধান্ত দেওয়া হয় নি। আমাদের বিভাগীয় কর্মসূচিও হবে। এখন যেহেতু সারা দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে সেটা আগে বাস্তবায়ন করা হবে। সেই কর্মসূচির ব্যাপারেই আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বার ল কাউন্সিলের সাবেক হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, বারের লাইব্রেরি সম্পাদক হাসালুন বান্না সোহাগ, সদস্য মিনহাজ, ফিরোজ কবির, এডভোকেট সালাউদ্দিন প্রমুখ।