নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদীঘলদিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে মাধবদী থানার চরদিঘলদীতে ইকবাল গ্রুপ ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরদীঘলদী ইউনিয়নের নয়াকান্দি এলাকার সুরজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫২), নবাবপুরের মালেক মিয়ার ছেলে মো: সবুজ (৩৫), মান্নান মিয়ার ছেলে কবির মিয়া (৪৪), আব্দুল হকের ছেলে শাকিল (২৫), কালু মিয়ার ছেলে এমদাদুল মিয়া (২৮), চরদিঘলদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবদুল মিয়া (৪৩) ও মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে মনোয়ার (৪৫)। আহতদের মধ্যে ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে সদর হাসপাতালে ভর্তি ও দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে চরদীঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন ও ইকবাল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ভোরে দুই পক্ষের সমর্থকরা টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে মাধবদী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।