হাঙ্গেরির সঙ্গে তিন চুক্তি ও সমঝোতা স্মারক সই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-19 08:37:37

হাঙ্গেরির সঙ্গে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নিউইয়র্কে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিয়ার্তোর বৈঠকের পর চুক্তিগুলো সই হয়।

অর্থনৈতিক সহযোগিতা, ২০২৪-২৬ সালের জন্য স্টাইপেনডিয়াম হাঙ্গারিকাম প্রোগ্রামের কাঠামোর মধ্যে সহযোগিতার এবং ২০২৩-২৫ বছরের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতার চুক্তি তিনটি সই হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

বৈঠকে দুই মন্ত্রী খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশি নাগরিকদের জন্য হাঙ্গেরির ভিসা ঢাকা থেকে আবেদনের প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের ঢাকা থেকে হাঙ্গেরির ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাঙ্গেরির মন্ত্রী জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন প্রচেষ্টায় হাঙ্গেরির সহায়তা চেয়েছেন। জবাবে হাঙ্গেরির মন্ত্রী আশ্বস্ত করেন যে তার সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।

ড. মোমেন ঢাকা থেকে হাঙ্গেরির ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, হাঙ্গেরির মন্ত্রী তার বাংলাদেশের প্রতিপক্ষকে অবহিত করেন যে বুদাপেস্ট ইতিমধ্যেই এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।

দুই মন্ত্রী সারা বিশ্বে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ইউরোপে যুদ্ধ বন্ধের ওপরও জোর দেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার হাঙ্গেরির প্রতিপক্ষকে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর