‘বঙ্গোপসাগর ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসার দ্বার উন্মোচন করবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গোপসাগর ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসার দ্বার উন্মোচন করবে

বঙ্গোপসাগর ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসার দ্বার উন্মোচন করবে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা-বাণিজ্যের দ্বার আরও উন্মোচন করবে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন: অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন